প্রকাশিত: Wed, Jul 12, 2023 8:23 AM
আপডেট: Mon, Jan 26, 2026 8:57 AM

[১]দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই বলেই বিদেশিরা আসছে: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিদেশিদের নিয়ে কথা হচ্ছে। আমেরিকা ও ইইউর একটি টিম আসছে, কেন তারা আসছে? তারা এখানে মানবাধিকার গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে আসছে। কারণ এখানে নির্বাচন হয়নি (গত দুইটি সংসদ নির্বাচন) এবং নির্বাচন হয় না।

[৩] মঙ্গলবার সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নারী নেতৃত্ব অগ্রগতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। বিএনপির প্রশিক্ষণ সেল এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

[৪] সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এটা অত্যন্ত সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিরোধী দলকে যারা দোষারোপ করতে চায় তারা বিভিন্ন এজেন্সি দিয়ে এসব করাচ্ছে।

[৫] মির্জা ফখরুল বলেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। কিন্তু সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। সোজা কথা আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, দেশের মানুষের সমস্যা সমাধান করতে পারছিল না, তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কালাকানুন তৈরি করে গণতন্ত্র ধ্বংস করে।

[৬] বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের একটা চরিত্রগত বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য হলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। একনায়কতন্ত্রে বিশ্বাস করে। তারা একাই থাকবে। এজন্যই তারা সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করেছিল। যার উদ্দেশ্য ছিলো একটিমাত্র দল থাকবে তা হলো বাকশাল। 

[৭] তিনি আরো বলেন, যেদিন থেকে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে তখন থেকে যত নির্বাচন করেছে সব ভাঁওতাবাজি। কোনো নির্বাচন হয়নি। ২০১৪ সালে তো কোনো ভোটই হয়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে।

[৮] এ সময় আরো বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা এবং এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব